জমি সংক্রান্ত বিরোধে ফতুল্লায় শিশু মো. ইমনকে হত্যার দায়ে নয় বছর পর সাত জনের ফাঁসির রায় দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাহিদ হাসান, সালমা, আহম্মদ আলী, মো. সিরাজ, সেন্টু মিয়া, খোরশেদ আলম ও হোসনে আরা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জাসমিন আহমেদ জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ২০১৩ সালে জমির বিরোধ নিয়ে শিশু ইমনকে হত্যা করা হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তিনজনকে বেকসুর খালাস দিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।