দেশের পুরোনো এবং হারিয়ে যাওয়া গ্রাম্য ঐতিহ্য ও সংস্কৃতিকে একই ফ্রেমে বন্দি করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে ছয় দিনব্যাপী মুজিববর্ষ লোকজ মেলা। এখানে দেশের বিভিন্ন অঞ্চলের হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিকভাবে। মুজিববর্ষ উপলক্ষে এই মেলার আয়োজন। পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু, দেশ ও দেশের সাংস্কৃতিক ঐতিহ্য জানাতে হারিয়ে যাওয়া পুরোনো এসব লোকজ বেত, বাস, কাঠ, মাটির তৈরি হস্তশিল্পসহ নানা শিল্প রয়েছে এ মেলায়; স্টলে রয়েছে একশ। মেলাতে এসব দেখতে ভিড় জমাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ।
মুজিববর্ষ লোকজ মেলায় একশ স্টলে রয়েছে দেশের সব হারিয়ে যাওয়া ঐতিহ্য লোকজ সংস্কৃতি। রয়েছে লোকজ বাদ্যযন্ত্র হতদরিদ্রদের হস্তশিল্প কাঠের তৈরি চামুচ ছাচ বাটি, বাঁশের তৈরি নানা প্রকৃতির ঘর, গাড়ি, লাইট ও বক্সসহ বিভিন্ন উপকরণ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের নানা ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি রয়েছে এই মেলায়।
এই প্রথমবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এমন আয়োজন করায় গোপালগঞ্জের মানুষ পুরো দেশের সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য একই সঙ্গে দেখার সুযোগ পেয়েছে। পুরো দেশের যে রূপ সেটা এই মেলার মধ্য দিয়ে উঠে এসেছে যা গোপালগঞ্জে বসেই এই মেলার মাধ্যমে দেখার সুযোগ হয়েছে। পাহাড়ি, নদী ও সমতল অঞ্চলের অপরূপ দৃশ্যসহ এই মেলায় ফুটে উঠেছে।
লোকজ ঐতিহ্যের পাশাপাশি প্রতিদিনই থাকছে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে আসা দর্শনার্থী ও দোকানিদের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে পুলিশ। দর্শনার্থী দ্বীপ বিশ^াস জানান, মেলা দেখে খুব ভালো লেগেছে। পছন্দের অনেক জিনিস কিনেছি। এখানে প্রতি বছর এ মেলা অনুষ্ঠিত হলে ভালো হয়।
টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, মেলাটি যেন একটি মিলন মেলায় পরিণত হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা এসেছেন। মেলায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ বাহিনী ছাড়াও বিডি ক্লিনের সদস্যরা, ছাত্র সংগঠন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এই মেলায় প্রতিদিন বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন চলচিত্র প্রদর্শন, স্যুভেনির প্রকাশ, পোস্টার প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় ছয় দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ মেলা জমে উঠেছে।