টেসলা প্রধান ইলন মাস্ক একটি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির কথা ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন। এক টুইটের জবাবে এ নিয়ে কথা বলেছেন টেসলা সিইও।
মাস্ককে টুইটারে এক ব্যবহারকারী প্রশ্ন করেন, নতুন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির বিষয়টি তার বিবেচনায় আছে কি না, যেখানে একটি ‘ওপেন সোর্স অ্যালগরিদম’ থাকবে, বাক স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রচারণামূলক রটনার হার নূন্যতম হবে?
টুইটার ব্যবহারকারী হিসেবে যথেষ্ট সক্রিয় হয়েও সামাজিক মাধ্যমটির সা¤প্রতিক নীতিমালার কঠোর সমালোচনাও করেছেন মাস্ক।
মাস্কের মতে, ‘টুইটার বাক স্বাধীনতার নিয়ম মানতে ব্যর্থ হয়েছে এবং এতে গণতন্ত্রের অবমূল্যায়ন হচ্ছে।’
‘টুইটার কি বাক স্বাধীনতার নিয়ম মানছে?’– টুইটারের অনলাইন জরিপে শুক্রবার জিজ্ঞেস করেন মাস্ক। জবাবে ৭০ শতাংশই বলেছেন ‘না’।
“এ জরিপের ফলাফল খুব গুরুত্বপূর্ণ। দয়া করে সাবধানে ভোট দিন”–শুক্রবার টুইটের জবাবে বলেছেন মাস্ক।