কারাগারেই যেতে হচ্ছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে। আলোচিত ওয়ানএমডিবি অর্থ কেলেঙ্কারি মামলায় তাকে হাই কোর্টের দেওয়া সাজা বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ওই মামলায় ২০২০ সালে তার ১২ বছরের জেল ও ২১ কোটি রিঙ্গিত জরিমানা করেছিলেন হাই কোর্ট। আপিলেও সেই রায় বহাল রাখলেন সর্বোচ্চ আদালত। খবর সিএনএনের।
নাজিব রাজাক ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতায় থাকাকালেই দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারিতে নাম আসে প্রধানমন্ত্রী নাজিবের। ওই তহবিল থেকে ৪০০ কোটি ডলার তছরূপের অভিযোগ ওঠে ওয়ানএমডিবির প্রতিষ্ঠাতা নাজিবের বিরুদ্ধে। তবে নাজিব বরাবরই অভিযোগ অস্বীকার করে এলেও ২০২০ সালে ওই অর্থ কেলেঙ্কারীর মামলায় তাকে সাজা দেয় হাই কোর্ট।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন নাজিব রাজাক। আপিলে ১২ বছরের সাজা স্থগিতেরও আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) তার আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মালয়েশিয়ার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে ঘোষণা দেয়, হাইকোর্টের রায় সঠিক ছিল।
মালয়েশিয়ার প্রধান বিচারপতি মাইমুন তুনান ম্যাট বলেন, আমরা তার আপিল আবেদনের কোনো মেরিট পাইনি ।
সুপ্রিম কোর্টে তার আপিল খারিজ হয়ে যাওয়ায় কারাবরণ করেই নিতে হচ্ছে নাজিব রাজাককে। এখন থেকে সাজা শুরু হবে তার। আগামী এক যুগ কারাগারেই কাটাবেন সাবেক প্রধানমন্ত্রী।