ঢাকামঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

বৃষ্টি হতে পারে কয়েকদিন, গরমও থাকবে

মিরর বাংলা২৪.কম
আগস্ট ২৩, ২০২২ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে, তবে ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া নদীর তীরবর্তী এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে নদীবন্দর গুলোকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ভারতের উত্তর মধ্যপ্রদেশ এবং আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল- উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, যে পরিমাণ বৃষ্টি হলে গরম কমবে সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে না। ফলে বৃষ্টির পরে ভ্যাপসা গরম পড়চ্ছে। এই আবহাওয়া থাকতে পারে আরও কয়েকদিন।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আর রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, যশোর এবং কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।