ঢাকাবুধবার , ২৪ আগস্ট ২০২২
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

নববধূ জেনিফার লোপেজের মুখ

মিররবাংলা ডেস্ক
আগস্ট ২৪, ২০২২ ৫:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও সঙ্গীত তারকা জেনিফার লোপেজ তার বিয়ের একটি ছবি প্রকাশ করেছেন। এটি তার বিয়ের দিনের লুক। ছবিটি মঙ্গলবার (২৩ আগস্ট) ইনস্টাগ্রামে দিয়েছেন লোপেজ।

সুপারস্টার লোপেজ গত জুলাইয়ে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডধারী মার্কিন চলচ্চিত্র পরিচালক বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। লাস ভেগাসে বসে তাদের বিয়ে হয়। বিয়েতে নিজের অভিনীত একটি সিনেমায় পরা সাদা পোশাক পরেন ৫৩ বছরের লোপেজ।

সেই বিয়ের পোশাক পরেই প্রথম লুকের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন ভক্তদের জন্য।

ছবিতে দেখা যায়, সাদা পোশাকের স্বচ্ছ ঘোমটার আড়ালে নববধূ লোপেজের মুখ। ছবির ক্যাপশনে লোপেজ লিখেছেন, বিয়ের পোশাকে প্রথম ছবি।

ছবিটি নিজের নামে তৈরি করা নিউজলেটার জেএলও’তেই প্রথম দিয়েছেন তিনি। এরপর সেটিই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। জেএলওতেই গত এপ্রিলে প্রথম নিজের বাগদানের কথা প্রকাশ করেন ‘আউট অব সাইট’ মুভির নায়িকা লোপেজ।

লোপেজ-অ্যাফ্লেক দম্পতি গত জুলাইতে জর্জিয়ার রাইসবোরোতে অ্যাফ্লেকের বিশাল এস্টেটে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। তখন পাপারাজ্জিদের ছবিতে লম্বা সাদা গাউন ও ঘোমটায় ধরা পড়েন লোপেজ।

লোপেজ ১৯৮৬ সালে মাই লিটল গার্ল  সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। ১৯৯৭ সালে সেলেনা নামক চলচ্চিত্রে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। পরের বছর Out of Sight সিনেমায় অভিনয় করে বিপুল সাড়া ফেলেন লোপেজ।

লোপেজের প্রথম গানের অ্যালবাম On the 6 বের হয় ১৯৯৯ সালে । এরপর সিনেমা থেকে সংগীত জগতে বেশি মনোযোগী হন লোপেজ। এছাড়া নাচের শিল্পী, ফ্যাশন ডিজাইনার ও প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছেন লোপেজ। সূত্র: সিএনএন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।