মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটিতে যাওয়ার ভিসা পেয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। জাতিসংঘে পুলিশ সম্মেলনে যোগ দেওয়ার জন্য শর্ত সাপেক্ষে তাকে এ ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) আইজিপির মার্কিন ভিসা পাওয়ার কথা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর।
জাতিসংঘে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী পুলিশ সম্মেলন হবে। সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি বেনজীর আহমেদসহ ৬ কর্মকর্তা।
প্রতিনিধি দলের অন্য কর্মকর্তারা হচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি নাশিয়ান ওয়াজেদ এবং এআইজি মাসুদ আলম।
২০২১ সালের ৯ ডিসেম্বর র্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন স্টেট ও ট্রেজারি ডিপার্টমেন্ট। তাদের বিরুদ্ধে ‘গুরুতর মানবাধিকার লংঘনমূলক কর্মে জড়িত ‘ থাকার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। তবে ওই নিষেধাজ্ঞার পর মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে অসন্তোষ জানায় পররাষ্ট্রমন্ত্রণালয়।
ওই নিষেধাজ্ঞার আওতায় পড়েন র্যাবের সাবেক ডিজি ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদ। এ কারণে আইজিপির জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দেওয়া নিয়ে সংশয় দেখা দেয়। শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি। তবে শর্ত হচ্ছে, জাতিসংঘের নির্ধারিত কর্মসূচির বাইরে অন্য কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে সফর ও ট্রানজিটের সময় আইজিপিসহ অন্যরা ‘কর্মরত’ হিসেবে গণ্য হবেন। ‘যথাযথ কর্তৃপক্ষের’ এ সফরের বিষয়ে অনুমোদন রয়েছে।
সূত্র জানায়, আগামী ৩০ আগস্ট নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রতিনিধি দলটি। সম্মেলন শেষে ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারা।