ইউক্রেনে সামরিক আগ্রাসনের মধ্যেই সশস্ত্র বাহিনী বড় করার ঘোষণা দিল রাশিয়া। দেশটিতে ১০ শতাংশ সেনা বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) সেনা বাড়ানোর নির্দেশনা দিয়ে এক ডিক্রিতে সই করেছেন পুতিন। এর ফলে শিগগিরই রুশ সশস্ত্রবাহিনীর সদস্য ১৯ লাখ থেকে বেড়ে দাঁড়াবে ২০ লাখ ৪০ হাজারে। খবর আলজাজিরার।
পুতিনের ডিক্রি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে রুশ সেনাবাহিনীতে নতুন সদস্য নেওয়া হবে। নতুন সেনা নেওয়া হবে ১ লাখ ৩৭ হাজার। এতে দেশটিতে সশস্ত্রবাহিনীর মোট সদস্য হবে ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জন। এরমধ্যে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন নিয়মিত সেনা।
এর আগে ২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী, রুশ সেনাবাহিনীতে সদস্য ছিল ১৯ লাখ ২ হাজার ৭৫৮ জন। তার মধ্যে ১০ লাখ ১৩ হাজার ছিল নিয়মিত সেনা।
রাশিয়ায় ১৮-২৭ বছর বয়সী সব পুরুষকে এক বছর সামরিক বাহিনীতে কাজ করতে হয়। অবশ্য একটি বড় অংশই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বিষয়টি এড়িয়ে যায়। তবে নতুন নিয়োগে স্বেচ্ছাসেবী নেওয়া হবে নাকি, নিয়মিত সেনা নেওয়া হবে তা জানানো হয়নি।
ইউক্রেনে ছয় মাসের বেশি সময় ধরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরইমধ্যে সেনা বাড়াতে উদ্যোগী হলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। যদিও চলমান যুদ্ধে নিজেদের কত সেনা হতাহত হয়েছে, তা প্রকাশ করেনি মস্কো। তবে ইউক্রেনের দাবি, যুদ্ধে অন্তত ৪৫ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে।