ঢাকাশনিবার , ২৭ আগস্ট ২০২২
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

সম্রাটের জামিন বাতিলে আবারও হাইকোর্টে যাচ্ছে দুদক

মিররবাংলা প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২২ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিলের জন্য ফের হাইকোর্টে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের মামলায় তার জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদনের প্রস্তুতি নিয়েছেন দুদকের কর্মকর্তারা।

দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান আজ শনিবার (২৭ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের এই আইনজীবী বলেন, আগামীকাল রবিবার (২৮ আগস্ট) সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জমা দেওয়া হবে। আবেদনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে ২০১৯ সালের ৬ অক্টোবর র‌্যাবের অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার হন সম্রাট। এরপর তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা করা হয়।

সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছে পুলিশ। অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে সিআইডি। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদের অর্জনের মামলা করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। রাজধানীর মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ক্যাসিনো ক্লাব পরিচালনাসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে সম্রাট বিপুল অর্থসম্পদের মালিক হন বলে অভিযোগ।

এ বছরের ১০ এপ্রিল থেকে ১১ মের মধ্যে চার মামলাতেই জামিন পেয়ে যান সম্রাট। তবে অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ১৮ মে দুদকের এক আবেদনে সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ ২২ আগস্ট এই মামলায় ফের জামিন পান সম্রাট। এরপর তিনদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন যুবলীগের সাবেক এই নেতা। গত শুক্রবার হাসপাতাল থেকে বেরিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে সম্রাট সোজা ধানমন্ডির ৩২ নম্বরে চলে যান। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সম্রাট বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী ছিলাম, আছি এবং থাকবো।

তবে শেষ পর্যন্ত আবারও সম্রাটের জামিন আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে দুদক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।