জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী ইসরাত জাহান। যৌতুকের দাবিতে আল আমিন তার ওপর নির্যাতন চালিয়েছেন অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় মামলা করেছেন তিনি। ইসরাত জাহানের বৃহস্পতিবার লিখিত অভিযোগ করলে শুক্রবার (২ সেপ্টেম্বর) তা মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে। যৌতুকের দাবিতে তিনি মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ তার স্ত্রীর।
এ ব্যাপারে ইসরাত জাহান বলেন, আল আমিন গত ২৫ আগস্ট আমাকে মারধর করেছেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছি। তবে আমি তার সঙ্গে সংসার করতে চাই।
মামলার বিষয়ে যোগাযোগ করা হলে আল আমিন বলেন, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে। বিষয়টি মিটমাট করে ফেলেছি আমরা। তবে এ ব্যাপারে সর্বশেষ কী হলো, তা জানতে আল আমিনের মোবাইল ফোনে কল করা হলে শুক্রবার তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, ক্রিকেটার আল আমিনের স্ত্রী বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ করেন। এরপর তাদের আপোষ করার সময় দিয়েছিলাম আমরা। কিন্তু তারা আপোষ না করায় রাতেই মামলা রেকর্ড হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা বলেন, আল আমিন মিরপুর ২ এর দুই নম্বর রোডের ১০ নম্বর প্লটের নয়তলা ভবনের ৭/ডি নম্বর ফ্ল্যাটের মালিক। তবে ফ্ল্যাটের মূল্য বাবদ ৩০ লাখ টাকা এখনও পরিশোধ করতে পারেননি আল আমিন। ওই ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানকে তার বাবার বাসা থেকে ২০ লাখ টাকা এনে দিতে বলেন। এ নিয়েই আল আমিন মারধর করেছেন স্ত্রীকে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।