ঢাকাশুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

মিসরে চলচ্চিত্র উৎসবে যাচ্ছে অনন্ত-বর্ষার ‘দিন: দ্য ডে’

মিররবাংলা প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢালিউডের আলোচিত জুটি অনন্ত-বর্ষার ‘দিন: দ্য ডে’ সিনেমা যাচ্ছে মিসরের কায়রো চলচ্চিত্র উৎসবে। করোনা কাল কাটিয়ে এবার ঈদুল আজহায় দেশে মুক্তি পেয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় তৈরি শতকোটি বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’।

আগামী ৫ থেকে ১০ অক্টোবর কায়রোতে অনুষ্ঠিত হবে ‘আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিস ফিল্ম ফেস্টিভ্যাল’। মিসরীয় সংস্কৃতি মন্ত্রণালয় ও আলেকজান্দ্রিয়া প্রশাসনের যৌথ আয়োজনে বসছে এ উৎসবের ৩৮তম আসর।

ওই চলচ্চিত্র চলচ্চিত্র উৎসবে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন অনন্ত-বর্ষা জুটি। তারা জানিয়েছেন, ‘দিন: দ্য ডে’নিয়ে তারা হাজির হচ্ছেন কায়রোতে।

বাংলাদেশি প্রযোজক-নায়ক অনন্ত জলিল বলেন, সত্যিই দারুণ আনন্দের খবর যে আমরা মিসরে যাচ্ছি। কায়রোর উৎসবটি বিশ্বের চলচ্চিত্রের জন্য বেশ প্রসিদ্ধ। সেখানে আমন্ত্রণ পেয়ে খুব ভালো লাগছে আমাদের। আশা করছি দারুণ অভিজ্ঞতা হবে কায়রোর চলচ্চিত্র উৎসবে।

এ ব্যাপারে অভিনেত্রী বর্ষা বলেন, কায়রো চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে খুবই সম্মানিত বোধ করছি আমি। বিশ্বের নানা প্রান্তের সিনেমা কায়রো উৎসবে প্রদর্শিত হয়। সেখানে বিশ্ব চলচ্চিত্রের নামী ও গুণী মানুষরা আসেন। আশা করছি, তাদের সঙ্গে এই উৎসবে চমৎকার অভিজ্ঞতা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।