ঢাকাশনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

মিররবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২২ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

চীনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সামরিক সরঞ্জামের মধ্যে থাকছে রাডার সিস্টেম, আকাশ ও সাগর থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে সরাসরিই হুমকি দিয়ে বেইজিং বলেছে, তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করতে হবে, নইলে পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে ওয়াশিংটনকে। খবর বিবিসির।

স্বায়ত্ত্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের অংশ মনে করে চীন। তবে সেটি মানতে নারাজ তাইওয়ান। এরইমধ্যে চীনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মাসের প্রথম দিকে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যান। দীর্ঘ ২৫ বছরের মধ্যে ন্যান্সির মতো উর্ধ্বতন কোনো মার্কিন কর্মকর্তার এটা প্রথম তাইওয়ান সফর।

তার এ সফরকে উস্কানি ঘোষণা দিয়ে প্রতিবাদে তাইওয়ানকে চারপাশ থেকে ঘিরে ফেলে ভয়াবহ সামরিক মহড়া চালায় চীন। তাইওয়ান সেই মহড়াকে আগ্রাসনের সামিল বলে মন্তব্য করে।

এ নিয়ে উত্তেজনার মধ্যেই প্রকাশ পেল তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র চুক্তির কথা। শুক্রবার (২  সেপ্টেম্বর) দেশ দুটির মধ্যে অস্ত্র চুক্তি হয়েছে। যদিও তা এখনও মার্কিন কংগ্রেসে পাস করার ব্যাপার রয়েছে। আর তাইওয়ানের প্রতি পক্ষপাতিত্বকারী মার্কিন কংগ্রেসে ওই চুক্তি সহসাই পাস হয়ে যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

মার্কিন সামরিক সদরদপ্তর পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে,  অস্ত্রের প্যাকেজে রযেছে সাড়ে ৬৫ কোটি ডলারের রাডার সিস্টেম, যা যেকোনো হামলার পূর্ব সতর্কতা দেবে। রয়েছে সাড়ে ৩৫ কোটি ডলারের হারপুন মিসাইল, এটি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিতে সক্ষম। এছাড়া ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে আকাশে আঘাত হানা মিসাইলও রয়েছে সামরিক প্যাকেজে।

যুক্তরাষ্ট্র বলছে, এ সামরিক চুক্তি তাইওয়ানের নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এই অস্ত্র চুক্তি তাইওয়ানকে সমর্থন দিয়ে যাওয়ার একটি রুটিন অংশ। এর মধ্য দিয়ে তাইওয়ানের সামরিক শক্তি আধুনিক হবে এবং একই সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। তিনি আরও বলেন, বেইজিংকে তাইওয়ানের ওপর থেকে সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ তুলে নিতে হবে এবং অর্থপূর্ণ সংলাপে আসতে হবে।

এদিকে ওয়াশিংটনে বেইজিং দূতাবাস বলেছে, এই অস্ত্র চুক্তি বন্ধ করতে হবে, তা না হলে ওয়াশিংটনকে উপযুক্ত জবাব দেওয়া হবে।

বেইজিং  দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু বলেন, তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ককে আরও ঝুঁকিপূর্ণ করে ‍তুলবে। নিজের সার্বভৌমত্বে কোনো আঘাত সহ্য করবে না চীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।