ঢাকাসোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

মিরর বাংলা২৪.কম
সেপ্টেম্বর ৫, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী পদে আসীন হচ্ছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেত্রী পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। পার্টির নেতৃত্বের দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে দিয়েছেন ট্রাস।

ভোটে জিতে কনজারভেটিভ পার্টির প্রধান হলেন লিজ ট্রাস। এরপর আগামীকাল মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাত করবেন লিজ ট্রাস। বৈঠকে রানি তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ট্রাস। খবর বিবিসির।

বরিস জনসন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দলীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী পদে বাছাইয়ে দুই মাসের দীর্ঘ প্রক্রিয়া শেষ করেছে ব্রিটেনের ক্ষমতাসীন দল। এ নিয়ে চূড়ান্ত ভোটাভুটি শেষে আজ সোমবার লন্ডন সময় দুপুর সাড়ে ১২টার ওয়েস্টমিনস্টারের সম্মেলন কক্ষে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনায় থাকা ‘১৯২২ কমিটি’র চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্রাডি ভোটের ফল ঘোষণায় জানান, ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট এবং সুনাকের পক্ষে পড়েছে ৬০ হাজার ৩৯৯ ভোট।

ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হওয়ার পর সবাইকে ধন্যবাদ জানান লিজ ট্রাস। একই সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাস বলেন, ব্রেক্সিট বাস্তবায়ন করেছেন, মহামারিকালে দেশের জনগণকে করোনার টিকা দিয়েছেন। এর আগে লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে পর্যদুস্ত করেছেন তিনি। সর্বশেষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বরিস জনসন।

দলের বিদায়ী প্রধানের প্রশংসার পর লিজ ট্রাস বর্তমানে জ্বালানি খরচ কয়েক গুণ বেড়ে অর্থনৈতিক সংকটে পড়া যুক্তরাজ্যের নাগরিকদের আশ্বাসের বাণী শোনান। তিনি কর কমানোর পাশাপাশি দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে ‘বলিষ্ঠ পরিকল্পনা’র কথা জানান। আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও ফের লেবার পার্টিকে হারিয়ে দেওয়ার ঘোষণা দেন লিজ ট্রাস।

এদিকে প্রধানমন্ত্রী পদে আসীন হতে যাওয়া লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক।

তাকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির বর্তমান নেতা স্যার কিয়ের স্টারমার। তবে দেশে বর্তমানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে তৈরি হওয়া সংকটের কারণে কানজারভেটিভ পার্টির সমালোচনা করেন তিনি। স্টারমার বলেন, এমন পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে পারে শুধু লেবার পার্টিই।

আরেক বিরোধী দল লিবারেল ডেমোক্রেট পার্টির নেতা এড ডেভি বলেন, বরিস জনসনের আমলে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে অনেক সংকট ও গোলমাল দেখেছি আমরা। লিজ ট্রাসের আমলেও তার ধারাবাহিকতা বজায় থাকার আশঙ্কা করছি আমরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।