ঢাকাশুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

সাতক্ষীরাতেও ছাদখোলা গাড়িতে সাবিনাকে সংবর্ধনা

মিরর বাংলা২৪.কম
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

মিররবাংলা ডেস্ক: সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সাতক্ষীরাবাসী। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে সাবিনাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

পরে সাতক্ষীরা ক্রীড়া সংস্থার একটি খোলা পিকআপে চড়ে গোল্ডেন বুট ও টুর্নামেন্ট সেরা ট্রফি হাতে শহর ঘুরে বেড়ান তিনি। এসময় হাত নেড়ে তাকে বরণ করে নেন সাতক্ষীরাবাসী।

এর আগে ভোরে ঢাকা থেকে সাতক্ষীরার সবুজবাগের বাড়িতে যান জাতীয় দলের অধিনায়ক। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় তিনি জানান, একজন মেয়েকে খেলোয়াড়ি জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রচুর সংগ্রাম করতে হয়। মেয়েরা ফুটবল খেলবে এমনটা নিজের পরিবারেরও কেউ মেনে নেন না। তবুও অদম্য মনোবল ও স্থানীয় কোচ প্রয়াত আকবর আলীর উৎসাহে আজ এ পর্যায়ে এসেছি।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হুমায়ুন কবির জানিয়েছেন, শনিবার দুপুরে ১২টায় সাবিনা খাতুনকে সংবর্ধনা দেওয়া হবে। মাসুরা পারভীন এখনো বাড়িতে আসেননি। তাদের দুজনকে এক সঙ্গে সংবর্ধনা দেওয়া হবে।

১৯৯৩ সালে সাতক্ষীরার পলাশপোলে জন্মগ্রহণ করেন সাবিনা। ২০০৭ সালে অষ্টম শ্রেণিতে পড়াকালীন ফুটবলে পা রেখেছিলেন তিনি। ২০০৯ সালেই জাতীয় দলে সুযোগ পান তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এবার হলেন দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।