সিরিয়া উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবিতে ৭১ জন নিহত হয়েছে। এসব শরণার্থী এ সপ্তাহের শুরুর দিকে লেবানন থেকে নৌকায় উঠেছিলেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) অনুসন্ধান অভিযান চলাকালে একথা জানান লেবাননের পরিবহনমন্ত্রী। সিরিয়া বৃহস্পতিবার বিকাল থেকে তারতাস উপকূলে মৃতদেহের খোঁজ শুরু করেছে।
লেবাননে অর্থনৈতিক সংকট চলছে। এ অবস্থা থেকে বাঁচতে মরিয়া মানুষরা প্রায়ই ইউরোপে পাড়ি জমানোর জন্য বিপদশঙ্কুল নৌপথে নৌকায় করে গন্তব্যে রওনা হয়।
জীবতের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার পরিবহন মন্ত্রণলায় জানায়, গত মঙ্গলবার ১২০ থেকে ১৫০ জন আরোহী নিয়ে লেবাননের উত্তরাঞ্চলীয় মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি রওনা দিয়ে ইউরোপে যাচ্ছিল।
নৌকাডুবিতে মারা যাওয়া ব্যক্তিদের খোঁজ করতে সিরিয়ার সীমান্ত ক্রসিংয়ে জড়ো হচ্ছে স্বজনরা। এই ক্রসিংয়েই মৃতদেহ নিয়ে যাওয়ার কথা রয়েছে। লেবাননের পরিবহনমন্ত্রী বলেন, সিরিয়ার হাসপাতালে বেঁচে যাওয়া ২০ জনের চিকিৎসা চলছে।