বিনোদন ডেস্ক: গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে এইচডিইউ (হাই ডিপেনডেন্সি ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন সাংবাদিকদের আজ শনিবার এ কথা বলেন।
একই ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি জিল্লুর রহমানের শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ডা. সামন্ত বলেন, আবু হেনা রনিকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার তিনি জানিয়েছিলেন, আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তারা আগের চেয়ে ভালো বোধ করছেন জানিয়ে তিনি বলেন, তারা এখন নিজে থেকেই খেতে পারছেন। এখন অক্সিজেন দেওয়া ছাড়াই শ্বাস নিতে পারছেন। তবে সুস্থ হয়ে কবে বাসায় ফিরতে পারবেন এ বিষয়ে এখনই কোনো সময়সীমা বলেননি তিনি।
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন— মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। এ ঘটনায় দগ্ধসহ আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।।
তাদের মধ্যে আবু হেনা রনি ও মো. জিল্লুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় ওই দিনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রনির শরীরের ২৫ শতাংশ এবং জিল্লুরের ১৯ শতাংশ পুড়ে গেছে।