মিররবাংলা ডেস্ক: করোনাভাইরাসের টিকা প্রস্তুতে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) কোভিড টেস্টে টেস্টে ফলাফল পজিটিভ এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন বোরলা।
এক বিবৃতিতে বোরলা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং উপসর্গমুক্ত।
৬০ বছর বয়সী বোরলা প্রথমবার কোভিডে আক্রান্ত হন গত আগস্টে। ওই সময় ফাইজারের মুখে খাওয়া অ্যান্টিভাইরাল প্যাক্সলোভিডের একটি কোর্স সম্পন্ন করেন তিনি। প্যাক্সলোভিড এমন একটি ওষুধ, যা বয়স্ক রোগীদের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
বোরলা ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি কোভিড ভ্যাকসিনের চারটি ডোজ নিয়েছেন। তবে এখনো নতুন বাইভালেন্ট বুস্টার নেননি।
আগস্টে ফাইজার ও মডার্নার নতুন বাইভাল্টেন্ট বুস্টার শট অনুমোদন করে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ। এ ডোজ ওমিক্রনের প্রভাবশালী বিএ.৪ ও বিএ.৫ সাবভেরিয়েন্টকে লক্ষ্য করে তৈরি হয়েছে।