মিররবাংলা ডেস্ক: নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটিতে চলমান ভয়াবহ বন্যায় পরিস্থিতি আরও নাজুক হয়ে দেখা দিয়েছে। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। গত ৪ বছরের মধ্যে পদত্যাগ করা পঞ্চম পাকিস্তানী অর্থমন্ত্রী হতে যাচ্ছেন মিফতাহ।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে তার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন জানিয়ে টুইট বার্তায় মিফতাহ বলেন, আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করব।
মিফতাহ ইসমাইল এবং শেহবাজ শরিফ বর্তমানে লন্ডনে রয়েছেন এবং আগামী সপ্তাহের শুরুতে তারা পাকিস্তানে ফিরবেন।
পাকিস্তানের অর্থনীতি অব্যাহতভাবে সংকটময় সময় পার করছে। আর সাম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণে সেই সংকট আরও চরম আকার ধারণ করেছে। বন্যায় দেশটির অন্তত এক তৃতীয়াংশ প্লাবিত হয়েছে, আনুমানিক ৪০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এবং দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।