মিররবাংলা ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত থাকায় বাছাইপর্বের ফাইনাল ম্যাচটি ছিলো নিজেদের ঝালিয়ে নেওয়ার। আর সে ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংরাদেশ নারী ক্রিকেট দল।
আবুধাবিতে রোববার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আইরিশদের মাত্র ১২১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় নিগার সুলতানার দল। তবে বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাত্র ৬ রান করে শুরুতে মুরশিদা আউট হয়ে গেলেও ফারজানা হক দারুণ ব্যাটিং করতে থাকেন। ৫৫ বলে তার ব্যাট থেকে আসে ৬১ রান। তবে অন্য প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১২০ রানের বেশি করতে পারেনি।
নিগার সুলতানা ৬, রুমানা আহমেদ ২১, সোবহানা মোস্তারি ৬, রিতু মনি ৯ ও সালমা খাতুন করেন ৪ রান। নাহিদা আক্তার অপরাজিত থাকেন ৩ রানে। আয়ারল্যান্ডের হয়ে লরা ডেলানি ৩টি, কারা মুরাই ২টি, আরলেনে কেলি নেন ২ উইকেট। এইমের রিচার্ডসন নেন ১ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। দলীয় ৫৮ রানে সপ্তম উইকেটের পতন ঘটলে হারের প্রহর গুণতে থাকে আইরিশ মেয়েরা। তবে শেষের দিকে নয় নম্বর ব্যাটার আরনেলে কেলির ২৪ বলে অপরাজিত ২৮ রানে ভর করে পরাজয়ের ব্যবধান কমায় তারা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৩ রানে থামে তাদের লড়াই।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুমানা আহমেদ। ২৪ রানে তিনি নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন সানজিদা আক্তার, নাহিদা আক্তার আর সোহেলি আক্তার। ৪ ওভারে ২১ রান খরচায় উইকেটশুন্য থাকেন সালমা খাতুন।