রাজবাড়ি সংবাদদাতা: রাজবাড়ি জেলার গোয়ালন্দে প্রায় ১৩ কেজি ওজনের বিশাল এক বোয়াল মাছ বিক্রি হলো প্রায় ২৮ হাজার টাকায়।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীর ধোপাগাথিতে এলাকায় মোহম্মদ আলীর জালে ধরা পড়ে বিশাল আকারের মাছটি। এরপর সেটি ওঠে গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায়।
এসময় ২ হাজার ১০০ টাকা কেজি দরে ১২ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটি কিনে নেন ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।
মাছ ব্যবসায়ী শাজাহান জানান, মাছটি সরাসরি জেলের কাছ থেকে কিনে কেজিপ্রতি ৫০ টাকা লাভে গোপালগঞ্জের আরেক ব্যক্তির কাছে বিক্রি করেছেন। জেলেদের জালে এখন মাঝেমধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে বলে জানিয়েছেন এই মাছ ব্যবসায়ী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।