ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

নারী এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

মিরর বাংলা২৪.কম
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

মিররবাংলা ডেস্ক: আগামী মাসে বসছে নারীদের এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রতিযোগিতার এবারের আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই হবে সিলেটে।

১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে স্ট্যান্ডবাই হিসেবে আছেন চার ক্রিকেটারকে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। দলে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা জাহানারা আক্তার। তার সঙ্গে ফিরেছেন কোভিড থেকে সুস্থ হওয়াা ফারজানা আক্তার পিংকিও।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।

এবারের আসরে অংশ নিচ্ছে ৭টি দল খেলবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে সেরা ৪ দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর।

উদ্বোধনী দিনে সকাল ৯টায় থাইল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। মোট ২৪ ম্যাচের মধ্যে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ৯টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।