ঢাকাবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

সুরকার ও সংগীত পরিচালক জে কে মজলিশ কারাগারে

মিরর বাংলা২৪.কম
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মিররবাংলা ডেস্ক: বেঙ্গল মিডিয়া করপোরেশনের দায়ের করা মামলায় কারাগারে সুরকার ও সংগীত পরিচালক জে কে মজলিশকে কারাগারে পাঠিয়েছে আদালত। বেঙ্গল মিডিয়ার মালিকানাধীন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির আয়োজন ‘ফোক স্টেশন’-এর গানগুলোর স্বত্ব নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে মজলিশের বিরুদ্ধে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মজলিশকে, সেখানে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ।

আরটিভির আয়োজন ‘ফোক স্টেশন’ এর ২৫০ গানের স্বত্ত্ব নিজের বলে দাবি করে আসছিলেন জে কে মজলিস। সেসব গান অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে প্রকাশ ও প্রচার করছিলেন তিনি।

আরটিভি কর্তৃপক্ষের দাবি, জে কে মজলিশ ওয়ার্ক ফর হায়ার বেসিস মিউজিক রি-অ্যারেঞ্জ করেছেন। বিষয়টি নিয়ে দুই পক্ষ একাধিকবার কথাও বলেছে, এমনকি আইনি নোটিশও পাঠানো হয়েছে।

সমস্যার কোনো সমাধান না হওয়ায় বেঙ্গল মিডিয়া জেকে মজলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে। মামলার অন্য দুই আসামি হলেন জুয়েল ডি কস্তা ও গানবক্স মিউজিকের স্বত্ত্বাধিকারী।

গত রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকার ৬ নম্বর রোডের একটি বাসা থেকে মজলিশকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অন্য দুই আসামিকেও খুঁজছেন তারা।

গ্রেপ্তারের পর জে কে মজলিশের জামিনের জন্য তার আইনজীবী আবেদন জানালে আদালত জামিন আবেদন নাকচ করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আরটিভির দাবি, তাদের কপিরাইটকৃত গানগুলো স্পটিফাই, অ্যাপেল মিউজিক, প্রাইম মিউজিক, জিও সেভেন, ডেজার, ইউটিউব মিউজিক ও স্টার আই টিউনসসহ আরও বেশ কয়েকটি প্লাটফর্মে প্রকাশ করেছে জে কে মজলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।