মিররবাংলা ডেস্ক: সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যিনি এমবিএস হিসেবে সমধিক পরিচিত। মঙ্গলবার এক রাজকীয় আদেশে এমবিএসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সি মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে।
রাজপরিবারশাসিত সৌদি আরবে পদাধিকার বলে এতোদিন বাদশাহই মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। তবে সেই ধারায় পরিবর্তন এনে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান।
প্রিন্স মোহাম্মদ ইতোমধ্যেই বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটির কার্যত শাসকে পরিণত হয়েছিলেন। তবে এবার তিনি আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারপ্রধান হিসেবে আসীন হলেন।
তিনি এর আগে উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন তার ছোট ভাই খালিদ বিন সালমান।
রাজকীয় ফরমানে বলা হয়, অন্য সব সিনিয়র মন্ত্রী তাদের পদে বহাল থাকবেন। এদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান ও বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ।