ঢাকাবৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

আমেরিকানদের অবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ

মিরর বাংলা২৪.কম
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মিররবাংলা ডেস্ক: চলমান রাশিয়া-ইউক্রেন উত্তেজনার মধ্যে রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মস্কোর মার্কিন দূতাবাস। তারা মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলেছে।

ইউক্রেন যুদ্ধের জন্য সম্প্রতি আংশিক সেনানিযুক্তির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এ ঘোষণার পরিপ্রেক্ষিতে মার্কিন দূতাবাস রাশিয়ায় থাকা আমেরিকানদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করলো।

সতর্কতায় বলা হয়, রাশিয়ার পরিস্থিতি ইতিমধ্যে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। দেশটির সীমান্তের তল্লাশিকেন্দ্রগুলো জনাকীর্ণ হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক উড়োজাহাজের সংখ্যা কমে গেছে। এ অবস্থায় রাশিয়া ছেড়ে যাওয়াটা আরও কঠিন হয়ে উঠেছে।

মার্কিন দূতাবাস বলেছে, রাশিয়া মার্কিনিদের দ্বৈত নাগরিকতার বিষয়টিকে অস্বীকার করতে পারে। যেসব আমেরিকানদের দ্বৈত নাগরিকতা রয়েছে, তাদের মার্কিন কনস্যুলার সহায়তা অস্বীকার করতে পারে রাশিয়া। রাশিয়া থেকে তাঁদের বাইরে যেতে বাধা দেওয়া হতে পারে। রুশ সামরিক বাহিনীতে দ্বৈত নাগরিকদের নিয়োগ করা হতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে যেসব মার্কিন নাগরিক রাশিয়ায় বসবাস করছেন বা ভ্রমণ করছেন, তাঁদের অবিলম্বে দেশটি ত্যাগ করতে বলেছে আমেরিকা। রাশিয়া থেকে বাইরে যাওয়ার জন্য বর্তমানে যে সীমিত বিকল্প রয়েছে, সে কথা সতর্কতায় উল্লেখ করেছে মার্কিন দূতাবাস।

রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে আরও ৩ লাখ সেনা পাঠাতে চান। এ জন্য তিনি আংশিক সেনানিযুক্তির ঘোষণা দিয়েছেন। ইউক্রেন যুদ্ধের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া এড়াতে হাজারো রুশ নাগরিক দেশ ছাড়ার চেষ্টা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।