মিররবাংলা ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব আল হাসান। জয়ের মুখ দেখেনি তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিওর্স। জ্যামাইকা তালাওয়াহের কাছে ৩৭ রানের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিবের দল। বল হাতে ৩০ রান খরচায় উইকেট শূন্য থাকার পর ব্যাট হাতে ৬ বলে মাত্র ৫ রান করেন সাকিব। এর মধ্য দিয়ে সিপিএল মিশন শেষ হলো বিশ্বসেরা অলরাউন্ডারের।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে গায়ানার প্রোভিন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামে গায়ানা। বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে রানের পাহাড় গড়ে জ্যামাইকা তালাওয়াহ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৬ রান তোলে তারা। শারমার ব্রুকস খেলেছেন ৫২ বলে ১০৯ রানের হার না মানা ইনিংস। ইমাদ ওয়াসিম অপরাজিত থাকেন ১৫ বলে ৪১ রানে। ২৩ বলে ৩৭ রান করেন অধিনায়ক রভম্যান পাওয়েল।
বল হাতে দুটি উইকেট পেয়েছেন রোমারিও শেফার্ড। ৩ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান খরচায় উইকেটের দেখা পাননি সাকিব।
২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ১৮৯ রানে থামে সাকিবের গায়না। ৩৭ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৬ রান করেন কিমো পল। শাই হোপ করেন ১৩ বলে ৩১ রান। বল হাতে ইমাদ ওয়াসিম নেন ২৫ রানে ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান ব্রুকস।
আগামীকাল শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে বার্বাডোজ ও জ্যামাইকা তালাওয়াহ।