মিররবাংলা ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কাবুল শহরের পশ্চিমে দাশত-ই বারচি এলাকায় একটি শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আরও অনেকে নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শিক্ষা কেন্দ্রটির কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে শিক্ষার্থীরা সেখানে অধ্যয়ন করছিল।
কাবুলের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলায় ১৯ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছেন।
আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে। তিনি বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রবেশিকা পরীক্ষা চলছিল।
হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের এক সূত্রে জানা গেছে, হামলায় ২৩ জন নিহত হয়েছেন।
তালেবানের আরেক সূত্রে জানা গেছে, ৩৩ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারীরাও রয়েছেন বলে জানান তিনি।
পশ্চিম কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে ২০২০ সালের বোমা হামলায় ২৪ জন নিহত হন।
এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।