মিররবাংলা ডেস্ক: বেবি বাম্পের ছবি প্রকাশের পর বিনোদনজগতে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। সবার আগ্রহ ছিলো- কবে মা হলেন বুবলী, কে সেই সন্তানের বাবা?
সব কৌতূহল ছাপিয়ে এবার প্রকাশ্যে এলো বুবলীর পুত্রসন্তান শেহজাদ খান বীর। সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে শাকিব ও বুবলীর সন্তানের ছবি ছড়িয়ে পড়েছে।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের ভিত্তিতে জানা যায়, ২০২০ সালের ২১ মার্চ সন্তানের জন্ম দেন বুবলী। তার সন্তানের বাবা শাকিব খান। এতদিন বিষয়টি নিয়ে পুরোপুরি গোপন রেখেছিলেন তারা।
এদিকে গণমাধ্যমে নিজের সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর শুক্রবার দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
একই পোস্ট দিয়েছেন সাকিব খানও।