ঢাকাশনিবার , ১০ ডিসেম্বর ২০২২
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা বিএনপির ৭ এমপির

সোহেব আহমেদ
ডিসেম্বর ১০, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৭ এমপি। রাজধানীর গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে আজ শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।

বর্তমান একাদশ জাতীয় সংসদে বিএনপির সাতজন এমপি রয়েছেন। তারা হচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি রুমিন ফারহানা।

সমাবেশে বগুড়ার এমপি গোলাম মোহাম্মদ সিরাজ প্রথম পদত্যাগের ঘোষণা দেন। একইসঙ্গে তিনি সাত এমপির পদত্যাগের কথা জানিয়ে দেন। এরপর বাকি এমপিরা নিজেদের পদত্যাগের কথা জানান। দেশের বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদের পক্ষে পদত্যাগের কথা জানান গোলাম মোহাম্মদ সিরাজ।

রুমিন ফারহানা সমাবেশে বলেন, রোববার (১১ ডিসেম্বর) পদত্যাগী এমপিরা সংসদে পদত্যাগপত্র পাঠাবেন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিএনপি নেতাদের গুম, খুনের প্রতিবাদে এবং চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুলসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করে বিএনপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।