মিররবাংলা ডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শুক্রবার এক উগ্র ডানপন্থী কর্মী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে ঢাকা সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অনাকাক্সিক্ষত উস্কানি ও ইসলামভীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।