ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

অস্ত্র নিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা হবে: বাইডেন

মিরর বাংলা২৪.কম
ফেব্রুয়ারি ১, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

মিররবাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেন উন্নত অস্ত্র দেওয়ার সর্বশেষ যে অনুরোধ জানিয়েছে তা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন।

এর আগে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টি সমর্থন করেন কি-না এ প্রশ্নের জবাবে হোয়াইট হাউসে বাইডেন জোর দিয়ে ‘না’ বলেছিলেন।

এরপর মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, আমরা আলোচনা করতে যাচ্ছি।

ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তি হতে চলেছে। এর মধ্যে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রই কিয়েভকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে। পশ্চিমা দেশসমূহও ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে।

এর মধ্যে জেলেনস্কি আরো শক্তিশালী ও উন্নত অস্ত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কারণ রাশিয়ার দিক থেকে ইউক্রেন ছেড়ে যাওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু দেশটি ইউক্রেনে হামলা আরো জোরদার করেছে।

অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানি ইউক্রেনকে উন্নত ট্যাংক দিতে সম্মত হয়েছে।

এখন ইউক্রেন যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে মিত্র দেশগুলোর প্রতি জোর অনুরোধ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।