ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৮,৩০০ ছাড়ালো

মিরর বাংলা২৪.কম
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা ৮,৩০০ ছাড়িয়ে গেছে। সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।

উদ্ধারকর্মীরা আটকে পড়া জীবিতদের উদ্ধারে তাদের কাজ অব্যাহত রেখেছে।

কর্মকর্তা এবং হাসপাতাল সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত তুরস্কে ৫ হাজার ৮৯৪ জন এবং সিরিয়ায় ২ হাজার ৪৭০ জন মারা গেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৬৪ জনে।

উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭মিনিটে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎস ছিল ভূ-পৃষ্ঠের ১৭.৯ কিলোমিটার গভীরে

গাজিয়ানতেপ শহরটি সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্র ছিল ৭ দশমিক ৮।

এরপর আরও দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।