ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

পশ্চিমতীরের ৯ বসতিকে বৈধতার ঘোষণা ইসরাইলের

মিরর বাংলা২৪.কম
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

অধিকৃত পশ্চিমতীরের নয়টি বসতিকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইলের নিরাপত্তা কেবিনেট। পূর্ব জেরুজালেমে একের পর এক হামলার জের ধরে রোববার ইসরাইলী কেবিনেট এ ঘোষণা দেয়।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে নিরাপত্তা কেবিনেট জুডিয়া ও সামারিয়ার নয়টি বসতিকে বৈধতা দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

এতে আরো বলা হয়, এসব বসতি বহুবছর ধরে বিদ্যমান রয়েছে। কিছু কয়েকদশক ধরে বিদ্যমান।

ইসরাইল সরকারের অনুমোদন ছাড়াই তথাকথিত এসব বসতি নির্মাণ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দ্য সিভিল এডমিনিস্ট্রেশান হাইয়ার প্ল্যানিং কমিটি এসব বসতি অনুমোদনের জন্যে আগামী কয়েকদিনের মধ্যে বৈঠকে বসবে।

এর আগে প্রধানমন্ত্রী নেতানয়িাহু এক বৈঠকে বসতি নির্মাণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। যদিও ইসরাইলের এ বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

পশ্চিম তীরের বসতিতে চার লাখ ৭৫ হাজারেরও বেশি ইসরাইলী বাস করছে। এখানে রয়েছে ২৮ লাখ ফিলিস্তিনের বসবাস।

এদিকে শুক্রবার পূর্ব জেরুজালেমের পাশে ইহুদি বসতি রামোতে শুক্রবার এক ফিলিস্তিনীর হামলায় তিনি ইসরাইলী নিহত হয়েছে। এরপর রোববার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরাইলী বাহিনী অভিযান চালাতে গিয়ে এক ফিলিস্তিনী কিশোরকে হত্যা করে।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বে ৪৬ ফিলিস্তিনী নিহত হয়েছে। এছাড়া নয় ইসরাইলী ও একজন ইউক্রেনীয় নারী প্রাণ হারিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।