ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

‘পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্ত সময়োপযোগী’

মিরর বাংলা২৪.কম
মার্চ ১৭, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করেছে সরকার। এ জন্য অন্য বন্দরের মতো বেনাপোল স্থলবন্দর দিয়েও ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, ব্যবসায়ীরা বন্দর দিয়ে এসআরও (স্ট্যাটুটারি রুলস অ্যান্ড অর্ডার)-এর মাধ্যমে পেঁয়াজ আমদানি করতেন। তবে সেটি ১৫ মার্চের পর আর থাকছে না। এখন ব্যবসায়ীরা নির্দিষ্ট ডকুমেন্ট জোগাড় করে পেঁয়াজ আমদানি করতে পারবেন।

এ বিষয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, প্রতি বছর পেঁয়াজ আমদানির জন্য সরকারের মার্চের ১৫ তারিখ পর্যন্ত আইপি (ইমপোর্ট পারমিট) মেয়াদ থাকে। সরকার নতুন করে আইপি না দেওয়ায় ১৬ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। নতুন করে আইপি দিলে আমদানি করা যাবে।

তিনি আরও জানান, দেশি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে, এই কথা বিবেচনা করে এবং দেশের কৃষকদের সঠিক বাজার মূল্য পাওয়ার জন্য ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে দেশি কৃষকরা তাদের পেঁয়াজের সঠিক মূল্য পাবেন। সরকারের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, ১৫ মার্চের পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে।

এদিকে, অন্যান্য বছরের মতো এবার রমজানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম যেন না বাড়ে সেজন্য সরকারকে বাজার তদারকি ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। ক্রেতারা জানান, বর্তমানে পেঁয়াজের দাম তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। তবে প্রতিবার রমজানে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেন। তাই সরকারকে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান তারা।

বর্তমানে বেনাপোল বন্দর এলাকার খোলা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ২৮ টাকায় বিক্রি হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।