ঢাকারবিবার , ২১ মে ২০২৩
  1. English News
  2. অন্যরকম
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. প্রধান খবর
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল ও স্বাস্থ্য

চরমপন্থা ছেড়ে স্বাভাবিক জীবনে

মিরর বাংলা২৪.কম
মে ২১, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চরমপন্থা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন ৩২৩ চরমপন্থি ও সর্বহারা পার্টির সদস্যরা। রবিবার (২১ মে) টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর ও রাজবাড়ীর বিভিন্ন চরমপন্থি দলের সদস্য ২১৯টি দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন তারা। অস্বাভাবিক জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাদের স্বাগত ও ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া তাদের পুনর্বাসন করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। আত্মসমর্পণকারীদের মধ্যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) ২৯৪ জন, জনযুদ্ধের আটজন এবং সর্বহারা পার্টির ২১ জন রয়েছেন।

এ সময় র‌্যাবের প্রশংসা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে ভূমিকা পালন করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জনমনে সুদৃঢ় অবস্থান সৃষ্টিতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে র‌্যাব শুধু আভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। ইতিপূর্বে যেসব জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র‌্যাব। তবে যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসীরা চর এবং দুর্গম এলাকায় পালিয়ে থেকেও রক্ষা পাবে না। এজন্য র‌্যাব ও পুলিশকে অত্যাধুনিক সরঞ্জাম দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, র‌্যাবের বহুমাত্রিক কার্যক্রমে অপরাধীরা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। র‌্যাব শুধু অপরাধ দমনে অভিযানেই সীমাবদ্ধ থাকেনি। তারা গবেষণা ও প্রশিক্ষণের আলোকে সৃষ্টিশীল ও সময়োাপযোগী উদ্যোগ গ্রহণ করে পুনর্বাসনের মাধ্যমে অপরাধীদের স্বাভাবিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যার প্রতিফলন ঘটেছে বিভিন্ন মানবিক ও সৃষ্টিশীল প্রকল্পের মাধ্যমে। র‌্যাব সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সক্ষম হয়েছে। ধারাবাহিকভাবে র‌্যাবের তত্ত্বাবধানে সুন্দরবন, কক্সবাজার, মহেশখালী ও বাঁশখালী অঞ্চলের ৫০টি জলদস্যু বাহিনীর ৪০৫ জন বিপুল পরিমাণ অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করা জলসদস্যুদের সুস্থ ও স্বাভাবিক জীবনে পুনর্বাসিত করা হয়েছে। ইতোপূর্বে জঙ্গিবাদে জড়িয়ে ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়া অর্ধশতাধিক জঙ্গিকে মনস্তাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে নিয়ে এসেছে র‌্যাব। যারা আজকে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তাদের পুনর্বাসনে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তবে এদের কেউ যদি পুনরায় বিপথগামী হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন বলেন, দেশের উন্নয়নে কাউকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের প্রয়োজনীয় জনবল ও সামর্থ রয়েছে।

র‌্যাব জানায়, আত্মসমর্পণের সুযোগ খুঁজতে থাকা চরমপন্থিদের সঙ্গে যোগাযোগ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে র‌্যাব। চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ২০২০ সাল থেকে র‌্যাব-১২ কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে র‌্যাব চরমপন্থিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং চরমপন্থিদের পরিবারের সদস্যদের হস্তশিল্পসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দেয়। র‌্যাবের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ফলে চরমপন্থি পরিবারের সদস্যরা অনুপ্রাণিত হয় এবং বিভিন্ন চরমপন্থি দলে থাকা সদস্যদের তাদের পরিবারের পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। পরবর্তীতে র‌্যাব চরমপন্থিদের পরিবারের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় করে আত্মসমর্পণ করতে উৎসাহিত করে এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার মাধ্যমে তাদের পুনর্বাসন, কর্মসংস্থানের ব্যবস্থা এবং প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যাপারে আশ্বস্ত করা হয়।

আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহবুব আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, র‌্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।
এছাড়া আত্মসমর্পণকারীদের পক্ষে বক্তব্য দেন টাঙ্গাইলের শাহজাহানের স্ত্রী নাজমা আক্তার। একই জেলার সাইদুল ইসলাম এবং রাজবাড়ীর ফারুক শেখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।